![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78790397,imgsize-190476/pic.jpg)
জন্মদিনে ফের ইডির জেরার মুখে ফারুক, বিজেপির 'প্রতিহিংসা' নিয়ে সরব জোটবদ্ধ কাশ্মীর
তিনদিনের মধ্যে দ্বিতীয়বার ইডির জেরার মুখে পড়লেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লা। সোমবারের পর বুধবার ফের তাঁকে জেরা করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন আবার বর্ষীয়ান নেতার জন্মদিনও। এই জেরাকে বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা বলেছেন কাশ্মীরের জোটবদ্ধ বিরোধীরা।