You have reached your daily news limit

Please log in to continue


বগুড়ায় শিশু অপহরণকালে চারজন আটক

বগুড়ার গাবতলী‌তে চার বছ‌রের শিশু‌কে অপহর‌ণ ক‌রে পালা‌নোর সময় চার অপহরণকারী‌কে আটক ক‌রে‌ছে গ্রামবাসী। আট‌কের পর তা‌দের উত্তমমাধ‌্যম দি‌য়ে আটক ক‌রে রা‌খেন তারা। এ সময় অপহরণ ক‌া‌জে ব‌্যবহৃত প্রাইভেটকার ভাঙচুর করা হয়। পরে পু‌লিশ এসে তা‌দের উদ্ধার ক‌রে থানাহাজ‌তে নেয়। ত‌বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে দেরি হওয়ায় স্থানীয়রা পুলিশের ওপরও চড়াও হয়। বুধবা‌র সকাল সা‌ড়ে ১০টার দিকে উপজেলার পাঁচমাইলে এ ঘটনা ঘঠ্ আটকরা হচ্ছেন- মিল্লাত, রেজাউল, আল-আমিন ও শরিফুল।জানা গেছে, গাবতলী উপজেলার মোদিপাড়া গ্রামের কৃষক সুজনের ছেলে সৌরভ (৪) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় সাদা রঙের একটি প্রাইভেটকারে জোর ক‌রে শিশুটিকে তুলে নিয়ে বগুড়া শহরের দিকে রওনা হয়। এ সময় স্থানীয়রা ঘটনা‌টি দে‌খে ফে‌লে। চিৎকার কর‌লে গ্রামের আরো লোকজন ধাওয়া ক‌রে পাঁচ মাইলে প্রাইভেটকারটি আটক করে। প‌রে তারা প্রাইভেটকার থেকে শিশুটিকে উদ্ধার করে চার অপহরণকারীকে আটক করে। এরপর উত্তে‌জিত লোকজন আটক চারজনকে মারধর ক‌রে পু‌লি‌শে খবর। ত‌বে বিষয়‌টি জানা‌নোর এক ঘণ্টা পর ঘটনাস্থলে পু‌লিশ পৌঁছলে জনগণ বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং পুলিশের ওপর চড়াও হয়। প‌রে অতিরিক্ত পুলিশ এসে দুপুর ১টার দিকে পরিস্থিতি শান্ত করে। আটক চারজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন