কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আলু নিয়ে যত কারসাজি সিন্ডিকেটের

ডেইলি বাংলাদেশ মুন্সীগঞ্জ প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ১৭:৩৪

মুন্সিগঞ্জের ছয়টি উপজেলার কোল্ড স্টোরেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষণ থাকা সত্ত্বেও বাড়ছে দাম। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। সবমিলিয়ে ভোক্তাদের নাভিশ্বাস অবস্থা।
কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ও মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটেই আলুর দাম বাড়ছে বলে কানাঘুষা চলছে। আলু উত্তোলনের শুরুতে জমি থেকে চাষিদের কাছ থেকে আলু কিনে নেন পাইকাররা। এরপর পাইকাররা কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন।

চলতি বছরের এপ্রিল থেকেই আলুর দাম বাড়তে থাকে। তবে আগামী মাস থেকে চলতি মৌসুমের আলু চাষাবাদে জমিতে নামবেন কৃষকরা। আর এ সময়ে আলুর দাম আকাশ ছোঁয়া। এ নিয়ে ভোক্তাদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এদিকে, সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের চাপও দিচ্ছে প্রশাসন। কিন্তু মুন্সিগঞ্জে খুচরা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আসেনি। ৪৫ টাকা কেজিতেই আলু বিক্রি হচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের।

চার-পাঁচদিন আগেও জেলার বিভিন্ন খুচরা বাজারে প্রতিকেজি আলুর দাম ছিল ৫০-৫৫ টাকা। এর পরেই আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে খুচরা প্রতিকেজি ৩০ টাকা, পাইকারি ২৫ টাকা ও হিমাগারে ২৩ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও