উই সামিটে দেশীয় পণ্যেরও একটি বড় প্রচারণা হবে : নাসিমা আক্তার নিশা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশীয় নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্লাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজন করেছে দুদিনব্যাপী এন্টারপ্রেনিউরশিপ সামিট। আগামী ২৪ ও ২৫ অক্টোবর ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠেয় এ সামিটে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা।
সামিট নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছেন ফেসবুক ভিত্তিক সংগঠনটির প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। তিনি বণিক বার্তাকে বলেন, আমরা দীর্ঘদিন ধরেই দেশীয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্নরকম কর্মশালা, প্রশিক্ষণের আয়োজন করে আসছি। একই সাথে উদ্যোক্তাদের সঙ্গে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্লাটফর্মে যোগসূত্র স্থাপন করে দিতে কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় এবার সামিটের আয়োজন করতে যাচ্ছি। সেখানে উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন দেশ-বিদেশের বিশিষ্টজনরা। এই সামিটের মাধ্যমে দেশীয় পণ্যেরও একটি বড় প্রচারণা হবে বলে প্রত্যাশা তার।