কণ্ঠমণি মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে হাবিব রহমানের ওয়েব চলচ্চিত্র ‘মাফিয়া গ্যাং-এর ট্রেইলার। দুই মিনিট ২২ সেকেন্ডের ট্রেইলারের পুরোটাই টানটান উত্তেজনা। আগামী ২৫ অক্টোবর এক ঘণ্টা দৈর্ঘ্যের অ্যাকশননির্ভর ছবিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন হাবিব। এনটিভি অনলাইনকে হাবিব রহমান বলেন, ‘ট্রেইলারটি প্রকাশের পর থেকে সবাই ফোন করে প্রশংসা করছে। এটা আমার প্রথম ওয়েব ছবি। আশা করি, ট্রেইলারের মতো ছবিটি দেখে ভালো লাগবে।’ দেখুন ট্রেইলার : কোরিওগ্রাফার থেকে নির্মাণে আসার বিষয়ে হাবিব বলেন, ‘আমাদের পাশের দেশে কী হচ্ছে, বলিউডের নামকরা নৃত্য পরিচালক প্রভুদেবা, ফারাহ খান, রেমো ডি সুজা—এঁরা সিনেমা পরিচালনা করছেন না? অনেক ছবিই তাঁরা নির্মাণ করেছেন। অনেক ছবি ব্যবসাসফল হয়েছে। আমি চেষ্টা করছি ভালো কিছু করার। তবে আমি পেশা বদলাচ্ছি না। ভালো কাজের সঙ্গে সব সময় আছি।’
‘মাফিয়া গ্যাং’-এর কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিব নিজেই। ক্যামেরায় কাজ করেছেন রানা শেখ। ছবিটি প্রযোজনা করেছে কণ্ঠমণি মাল্টিমিডিয়া। প্রথম ছবিতে কাজের জন্য তিনি ডন, এস এম তুষার, সাইফ চন্দন, জাহিদ ইসলাম, স্বাধীনসহ অভিনেতা-কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্মাতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.