গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারে মৃত্যু বাড়ছে, কেন্দ্রের রিপোর্টে ভয়ের ছবি
গাড়ি চালানোর সময়ে মোবাইল ব্যবহার করার ফলে দেশে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ২০১৮ সালের তুলনায় ২০১৯-এ সেই বৃদ্ধি ৩৩ শতাংশ। এমনই দাবি করা হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের রিপোর্টে।
ভারতে পথ দুর্ঘটনায় যত মৃত্যু হয় তার বেশিটাই হয় হেলমেট না ব্যবহার করা বা সিটবেল্ট না বাঁধার কারণে। কিন্তু এখন দেখা যাচ্ছে গাড়ি বা বাইক চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বলাটা পথ দুর্ঘটনা ও মৃত্যুর বড় কারণ হয়ে উঠছে। কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে দেশে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। এর মধ্যে হেলমেট না পরার কারণে মৃত্যু ৩০ শতাংশ আর সিটবেল্ট না বাঁধার কারণে ১৬ শতাংশ। কিন্তু ২০১৮ আর ২০১৯ সালের পরিসংখ্যান হিসেব করে দেখা গিয়েছে, মোবাইল ব্যবহারের কারণে মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়েছে। পরিসংখ্যান বলছে, মোবাইল ব্যবহারের কারণে ২০১৯ সালে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪৫ জনের। ২০১৮ সালে এই কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৩ হাজার ৭০৭ জনের।