ইলিশ রক্ষায় বরিশালে অভিযানকারী টাস্কফোর্স টিমের ওপর হামলা
মা ইলিশ রক্ষায় গঠিত টাস্কফোর্স কমিটির অভিযানকারী দলের ওপর বরিশালের কালাবদর নদীতে হামলা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান ওই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। হামলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক সজল সাহা, কনস্টেবল সোহাগ বসার ও স্পিডবোট চালক আহত হয়েছেন। বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বুধবার এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।
আহতরা শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।বরিশাল সদর উপজেলার ইউএনও মো. মুনিবুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় গঠিত উপজেলা টাস্কফোর্স টিম (উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা, পুলিশ সমম্বয়ে গঠিত) চারটি স্পিডবোটে মঙ্গলবার রাতে চন্দ্রমোহন এলাকার কালাবদর নদীতে অভিযান চালাতে যান।
- ট্যাগ:
- বাংলাদেশ
- টাস্কফোর্স
- মা ইলিশ
- হামলার অভিযোগ