![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F21%2Fcox-1.jpg%3Fitok%3Df_B-TBv7)
রামুতে মাটি কাটার সময় পাহাড়ধসে দুজনের মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে দুজনের মৃত্যু হয়েছে। রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় এ ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার আলী আহমদ (৩৫) ও মুজিবুর রহমান (৩২)। তাঁরা দুজনই পরিবহন শ্রমিক।
ঘটনার সময় নিহত দুজনসহ একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় আকস্মিকভাবে মাটি ধসে আলী আহমদ ও মুজিবুর রহমান মাটির নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও পুলিশের উদ্ধারকারী দল আজ বুধবার ভোরে মাটি সরিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।