আটকের ৪ ঘণ্টা পর আসামি হলো সোর্স!
হরিণের ১০ কেজি মাংসসহ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল ৪টার দিকে দু’টি নৌকা জব্দ করে জোংড়া ফরেস্ট ক্যাম্পের টহল টিম। এসময় হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত অভিযোগে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা এলাকার সামাদ মোসাল্লিকে আটক করা হয়। তবে আটকের সাড়ে ৪ ঘণ্টা জোংড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন দাবি করেন,
সামাদ তাদের সোর্স, আসামি নয়। অভিযোগ উঠেছে, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন জোংড়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিণের মাংস, নৌকা জব্দের বিষয়টি রেঞ্জ কর্মকর্তা বা ঊর্ধ্বতন কাউকেই জানাননি। সামাদকে গোপনে দেন দরবারের মাধ্যমে ছেড়ে দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- হরিণের মাংস