![](https://media.priyo.com/img/500x/https://www.dailynayadiganta.com/resources/img/article/202010/536870_188.jpg)
হ্যাকাররা চুরি করা অর্থ কেন দান করছে
নয়া দিগন্ত
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০, ০৭:৫০
একটি হ্যাকিং গোষ্ঠী তাদের চুরি করা অর্থ বিভিন্ন দাতব্য সংস্থাকে দান করছে। সাইবার অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ এভাবে রহস্যজনকভাবে দান করার ঘটনা এটাই সম্ভবত প্রথম এবং এটি বিশেষজ্ঞদের বেশ ধাঁধাঁয় ফেলে দিয়েছে।
'ডার্কসাইড হ্যাকার্স' নামের এই গোষ্ঠীটি হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন কোম্পানি থেকে এ পর্যন্ত লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে বলে দাবি করা হয়।
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- হ্যাকার
- অর্থ চুরি