![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Fe0534958-8e26-4d88-8513-dccbd91ddad2%252Fgrafter_03.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৩
সাতক্ষীরার কলারোয়া উপজেলার খলিসা গ্রামের দুই শিশু সন্তানসহ তাদের মা ও বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হবে। এ নিয়ে মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হলো।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গ্রেফতার
- চাঞ্চল্যকর হত্যা