শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রিতে নতুন শর্তারোপ
শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি বিক্রিতে নতুন শর্তারোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ি বন্দর থেকে খালাসের পরবর্তী পাঁচ বছর বিক্রি করা যাবে না। এরপর বিক্রি করলে অবচয়ের ভিত্তিতে নির্ধারিত হারে শুল্ককর পরিশোধ করতে হবে।
সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং হাইটেক পার্কে কর্তৃপক্ষের আওতাভুক্ত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন এ বিধান প্রযোজ্য।
এনবিআরের আদেশে বলা হয়েছে, ‘আমদানির পাঁচ বছর পর গাড়ি বেজা, বেপজা বা হাইটেক পার্ক কর্তৃপক্ষের আওতায় অন্য প্রতিষ্ঠানে হস্তান্তর করা যাবে। এক্ষেত্রে গাড়ি আমদানি-সংক্রান্ত সব দলিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশসহ এনবিআরের কাছে আবেদন করতে হবে। এনবিআর আবেদন যাচাই করে হস্তান্তরের অনুমতি দেবে। আর বিক্রি করতে চাইলে গাড়ি আমদানি-সংক্রান্ত সব দলিল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশসহ এনবিআরের কাছে বিক্রির আবেদন করতে হবে।’