জাতীয় প্রেস ক্লাবের মর্যাদা অক্ষুন্ন রাখতে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন সাংবাদিকরা। তারা বলেছেন, পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে প্রেস ক্লাব বার বার অগণতান্ত্রিকতা ও সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে, গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন মত প্রকাশের পক্ষে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'জাতীয় প্রেস ক্লাবের ৬৬ বছর ও বাংলাদেশের সাংবাদিকতা' শীর্ষক সেমিনারে সাংবাদিকরা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এমন কোনো শীর্ষ রাজনীতিবিদ নেই যারা এই ক্লাবে একাধিকবার আসেননি। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়েও রয়েছে প্রেস ক্লাবের অনন্য ভূমিকা। কিন্ত সময়ের পরিক্রমায় গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালী হলেও সাংবাদিকতার মান এখন নিম্নমুখী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.