চূড়ান্ত বিতর্কে প্রয়োজনে মাইক বন্ধ করে দেয়ার ব্যবস্থা
যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রথম দফায় বেশ হৈচৈ হয় অংশগ্রহণকারী দুই প্রার্থীর মধ্যে। একের কথার মধ্যে আরেকজনের বাধা দেয়া, একজন আরেকজনকে রুক্ষ গলায় চুপ করতে বলাসহ নানা ধরনের অসহিষ্ণু ভাবভঙ্গি বিতর্কের গাম্ভীর্যকে ব্যাহত করেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বক্তব্যের সময় বারবার বাধার সৃষ্টি করেছেন। তাই আগামী বৃহস্পতিবারের চূড়ান্ত বিতর্ক চলার সময় প্রয়োজনে মাইক্রোফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
বিতর্ক কমিশন বলেছে, ন্যাশভাইলের ওই বিতর্ক চলার সময় যাতে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম বিতর্কের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য এই ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর আল জাজিরার।
কমিশনের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এই ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিতে পেরে খুশি। যাদের জন্য এই বিতর্ক, তারা যেন এটা মনে রাখেন যে, তারা যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থে নিজেদের চিন্তাভাবনা নিয়ে কথা বলছেন। জনগণ তাদের মধ্যে বিশৃঙ্খলা দেখতে চায় না।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.