তিন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে আরও ৫৪৯ কোটি টাকা অনুমোদন
‘মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা। মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে এ প্রকল্পটি হাতে নেয়া হয়।
সংশোধনীতে এ প্রকল্পকে আরও ৫৪৯ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দেয়া হয়। ফলে এক হাজার ৫৬০ কোটি ১৫ লাখ থেকে প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়ালো ২ হাজার ১০৯ কোটি ১৮ লাখ টাকা। সংশোধনীতে সময়ও বাড়ানো হয়েছে এক বছর। ২০১৭ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালের জুনে শেষ ছিল। এখন এর মেয়াদ বেড়ে দাঁড়ালো ২০২৩ সালের জুন পর্যন্ত।