কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিভি দেখতে গিয়ে শিশুরা কী দেখছে

প্রথম আলো মাসুমা সিদ্দিকা প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:৩২

সেদিন আমার ছোট্ট পাঁচ বছরের ছেলে আমাকে এসে বলছে, ‘মা, কাজের ছেলেরা সারা দিন আমাদের কত কাজ করে দেয়, কিন্তু আমরা তো তাদের কোনো পুরস্কার দিই না। আমাদের উচিত তাদের পুরস্কার দেওয়া।’ আমি কিছু বুঝতে না পারায় অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখ দেখে ও বুঝে গেল আমার না বোঝার ব্যাপারটা। তখন আবার বলল, ‘ওই যে অ্যাডটা, তুমি দেখোনি, আসল পুরুষ প্যানথার? ছেলেটাকে মহিলা অনেক ভালো কাজের জন্য মেডেল দিচ্ছে।’

আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম আমার ছোট্ট ছেলেটা তার ছোট্ট মগজ খাটিয়ে ভালোই একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। যেহেতু সারা দিন কাজের ছেলেরা প্রচুর কাজ করে, তাই পুরস্কারস্বরূপ বাড়ির মেয়েরা তাদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছে, যেন তারা মন খারাপ না করে। আমি না হেসে পারলাম না, কিন্তু আমার হাসির চেয়ে মন খারাপই বেশি হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও