ফেব্রুয়ারি পর্যন্ত আর্সেনালে খেলা হবে না ওজিলের

সমকাল যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১৯:০২

প্রিমিয়ার লিগে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত খেলার জন্য ২৫ সদস্যের দল দিয়েছে আর্সেনাল। ওই দলে নেই আর্সেনালের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্লে মেকার মেসুত ওজিল (৩২)। গানার কোচ মাইকেল আর্তেতা তাকে দল থেকে ছেঁটে ফেলেছেন।

প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, আগামী শীতকালীন দলবদলের মৌসুম শেষ হওয়া পর্যন্ত ২৫ ফুটবলারের তালিকা দিতে হয়। ওই তালিকায় ২১ বছরের ওপরে সর্বোচ্চ ১৭ জন ইংল্যান্ডের বাইরের ফুটবলার রাখা যায়। ১৯ ফুটবলার থেকে দলটা বেছে নিতে হতো আর্তেতার। সাবেক ইংল্যান্ড ফুটবলার আর্তেতা সেখান থেকে ওজিলকে ছেঁটে ফেলেছেন।

২০১৩ সালে রিয়ার মাদ্রিদ থেকে আর্সেনালে আসা ওজিল ছাড়াও আর্তেতার দল থেকে বাদ পড়েছেন গ্রিক ফুটবলার সক্রাটিচ। ওজিলকে বাদ দেওয়ার কথা জানিয়ে আর্সেনাল কোচ বলেছেন, ‘কারণটা আমি তাদের কাছে এরই মধ্যে ব্যাখ্যা করেছি। দলের সিনিয়র দুই ফুটবলারকে বাদ দেওয়া আমার জন্য কঠিন কাজ ছিল। কিন্তু তাদের নিয়মের প্রতি সম্মান দেখাতে হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও