![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252Ff55d7d46-26fc-4f5e-89c5-59dbb0566d8a%252FKhulna_DH0630_20201019_Khulna_Jute_Oborodh_18.jpg%3Frect%3D0%252C124%252C3000%252C1575%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
খুলনায় পাটকলশ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
খুলনার আটরা শিল্প এলাকায় পাটকলশ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার সংঘর্ষের সময় ও পরে আটক ১৩ জনকে ওই মামলায় নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বিকেল সোয়া ৪টার দিকেই মামলাটি হয়েছে বলে আজ দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সংঘর্ষ
- পাটকল শ্রমিক