You have reached your daily news limit

Please log in to continue


আমিরাতি মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতের একজন মন্ত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছে ‘হে ফেস্টিভ্যাল’ কর্তৃপক্ষ। আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই সাহিত্য ও শিল্প উৎসব কর্তৃপক্ষের অভিযোগ, তাদের একজন কর্মীর ওপর যৌন নির্যাতন চালিয়েছে আমিরাতের সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রী (মিনিস্টার ফর টলারেন্স) শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান। ৬৯ বছরের শেখ নাহিয়ান দেশটির রাজপরিবারের একজন প্রভাবশালী সদস্য। আমিরাতি মন্ত্রীর এমন আচরণকে ন্যাক্কারজনক ঘটনা হিসেবে আখ্যায়িত করে হে ফেস্টিভ্যালের সভাপতি ক্যারোলাইন মিশেল বলেছেন, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান যতদিন আমিরাতে সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর পদে যতদিন থাকছেন, ততদিন আবুধাবিতে আর এই উৎসবের আয়োজন করা হবে না। আমিরাতি মন্ত্রীর যৌন সন্ত্রাসের শিকার কেইটলিন ম্যাকনামারা দাবি করেছেন, শেখ নাহিয়ান এ বছরের গোড়ার দিকে তার ওপর যৌন নিপীড়ন নয়। এ ঘটনায় আইনি পদক্ষেপের পথে হাঁটছেন কেইটলিন ম্যাকনামারা। তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ৬৯ বছরের শেখ নাহিয়ান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন