You have reached your daily news limit

Please log in to continue


চায়ের তৃতীয় নিলাম বাজার হচ্ছে পঞ্চগড়

দেশে চায়ের তৃতীয় নিলাম বাজার পঞ্চগড়ে স্থাপনের আশ্বাস দিয়েছেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল জহিরুল ইসলাম। মঙ্গলবার সকালে তিনি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা চাষি ও কারখানা মালিকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় এই আশ্বাস দেন। বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড়ের আয়োজনে এই মতবিনিময় সভায় তিনি আরো বলেন, পঞ্চগড়ে নিলাম বাজার হলে সেখানে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করা হবে। ঘরে বসেই বিক্রেতারা শেয়ার বাজারের মতো বাজার দরসহ নানা বিষয় জানতে পারবে। এ ছাড়া শ্রমিকের উপর নির্ভরশীলতা কমিয়ে আনার জন্য আত্যাধুনিক প্লাকিং মেশিন আমরা স্বল্পমূল্যে চাষিদের মাঝে সরবরাহ করবো। এতে পাতার মানও ভালো পাওয়া যাবে। সমতলের চা উৎপাদনে মডেল পঞ্চগড়। তাই পঞ্চগড়ের চা শিল্পকে আরো এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি। তবে উৎপাদিত চায়ের মান ভালো করার বিষয়ে এখন নজর দিতে হবে। ভালো মানের চা পেতে হলে চা বোর্ডের উদ্ভাবিত বিটি ভেরাইটির চা রোপণ করতে হবে। প্লাকিংয়ের সময় দুটো পাতা একটি কুড়ির বেশি পাতা উত্তোলন করা যাবে না। চাষিদের দক্ষতা উন্নয়নের জন্য আরো বেশি বেশি প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছি আমরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন