![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcampus%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fcollege-20201020155439.jpg)
৯ মাসেও ফল নেই, চাকরিতে আবেদন নিয়ে হতাশায় শিক্ষার্থীরা
ঢাকা কলেজের ২০১৪-১৫ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইব্রাহিম। ৯ মাস আগে পরীক্ষা দিয়ে এখনও ফলাফল পাননি। এমনিতেই ৪ বছরের অনার্স সম্পন্ন করতে সময় লাগছে ৬ বছর। তার ওপর দীর্ঘ ৯ মাসেও চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ না হওয়ায় করতে পারছেন না চাকরির আবেদন।
ইব্রাহিম বলেন, ‘পরীক্ষা শেষ হওয়ার ৩ মাসের মধ্যে ফলাফল প্রকাশের কথা থাকলেও দীর্ঘ ৯ মাসেও আমরা তা পাইনি। অনার্স শেষ বর্ষের ফলাফল না দেয়ার কারণে কোনো চাকরিতে আবেদন করতে পারছি না। একেতে সেশনজট তার ওপর আবার ফল প্রকাশে বিলম্ব। আমরা দুশ্চিন্তায় আছি।’ঢাকা কলেজের এই শিক্ষার্থীর মতো অধিভুক্ত সাত কলেজের এমন হাজারো শিক্ষার্থী হতাশায় ডুবে রয়েছেন। হতাশার কারণ হিসেবে শিক্ষার্থীরা বলছেন, ‘শুধুমাত্র কর্তৃপক্ষের গাফিলতিতে সেশনজট, ফলাফল প্রকাশে বিলম্বসহ নানা বিষয় শিক্ষার্থীদের মানসিক পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে।’