গতকালই সংক্রমণ রুখতে সমস্ত মণ্ডপকে ‘নো এন্ট্রি’ জোন ঘোষণা করেছে হাইকোর্ট। গতকালই মাস্ক খুলে, সামাজিক দূরত্ব ভুলে পুজো উদ্বোধন করলেন জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘রাধারানি’ ওরফে শ্রীময়ী চট্টরাজ। তাঁর সঙ্গে ছিলেন শাসকদলের প্রতিনিধি, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। অভিনেত্রী সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দিতেই ভাইরাল। সতর্কতা বিধি না মানায় নেটাগরিকদের বিরূপ মন্তব্যও পিছু ছাড়েনি।
কোথায় উদ্বোধনে গিয়েছিলেন শ্রীময়ী? অভিনেত্রীর কথায়, ‘‘বেলঘড়িয়ার মানসবাগ সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি আমন্ত্রণ জানিয়েছিল। কমিটির পক্ষ থেকে এও বলা হয়েছিল, বাইরের কোনও দর্শনার্থী থাকবেন না। কমিটির হাতেগোনা লোক এবং মদন মিত্রের উপস্থিতিতে এই উদ্বোধনের আয়োজন।’’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.