![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/08/10/c436104d1170f618cae62c6c9e8183ef-5f3134527accf.jpg?jadewits_media_id=682811)
সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ: পরবর্তী শুনানি ১০ নভেম্বর
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় দায়ের মামলার চলমান বিচারিক কার্যক্রমকে বেআইনি ও অবৈধ দাবি করে আসামি পক্ষের করা ফৌজদারি রিভিশন মামলার শুনানি শেষে আগামী ১০ নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে এ শুনানি হয়।
শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফার সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন।সিনহা হত্যা মামলায় অভিযুক্ত প্রধান আসামি পুলিশের বহিষ্কৃত পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে গত ৪ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন মামলা করা হয়েছিল। ওইদিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ঈসমাইলের আদালতে দাখিলকৃত মামলার প্রাথমিক শুনানি শেষে বিচারক রিভিশন মামলাটি ( নং ১৮৯/২০২০) আমলে নিয়ে পূর্নাঙ্গ শুনানি ও আদেশের জন্য আজ ২০ অক্টোবর দিন ধার্য করা হয়েছিল।