হাই হিল পরলে যেসব ক্ষতি হতে পারে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ১২:৫৭
বর্তমান যুগের নারীরা প্রায় সবাই অত্যধিক ফ্যাশন সচেতন। পোশাক-পরিচ্ছদে তারা সব সময়ই আধুনিক। হাই হিলও তেমনই একটি ফ্যাশন অনুষঙ্গ তাদের জন্য। হাই হিল পছন্দ করেন না বা পরেন না- এমন নারী খুঁজে পাওয়া কঠিন। তবে হাই হিল পরলে ক্ষতিও হতে পারে। এসব বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মো. বিল্লাল হোসেন- গবেষণায় দেখা গেছে, যাদের বয়স ১৮-২৪ বছর; তারাই সবচেয়ে বেশি (৪৯% মেয়ে) হাই হিল পরিধান করেন। অনেকেই আছেন, যাদের নিত্যদিনের হাঁটার সঙ্গী এ হাই হিল।
কিন্তু কথা হলো, এ হাই হিল আসলে কতটা নিরাপদ? একবারও কি আমাদের নারীরা এ ব্যাপারে ভেবেছেন? না কি তারা শুধু ফ্যাশন আর উচ্চতা বাড়ানোর অনুষঙ্গ হিসেবে হাই হিল নিয়মিত ব্যবহার করে যাচ্ছেন। আমার মনে হয়, তারা এটি আসলে কতটুকু নিরাপদ এ ব্যাপারে একবারও ভেবে দেখেননি। প্রকৃতপক্ষে হাই হিল নিয়মিত পরিধান করলে অনেক ধরনের ক্ষতি হতে পারে।