![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2020%252F05%252F05%252F88b74982169319b43ff57cf33c4cc194-5eb17d368eeba.jpg%3Frect%3D0%252C35%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-08%252Fe9790f38-4165-41c5-9a09-ffa7e2777cf0%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বিমানের রোম ফ্লাইট ২৮ অক্টোবর
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতালির রোমে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। আগামী ২৮ অক্টোবর ফ্লাইটটি ঢাকা ছেড়ে যাবে। এ জন্য আগ্রহী যাত্রীদের রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এই তথ্য জানান।