কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আগাম ভোটের হিসাব–নিকাশ

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র আলী রীয়াজ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২০, ০৯:২০

যুক্তরাষ্ট্রের এ বছরের নির্বাচন আগের যেকোনো নির্বাচন থেকে যে ভিন্ন রকম হবে, সেটা সহজেই অনুমান করা গিয়েছিল। কোভিড-১৯ মহামারি, অর্থনৈতিক সংকট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের পটভূমিকায় আশঙ্কা করা হচ্ছিল যে নির্বাচনে নাগরিকদের অংশগ্রহণ সীমিত হয়ে পড়বে, কিন্তু গত কয়েক দিনে পাওয়া তথ্যে নাগরিকদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে অভাবনীয় আগ্রহ ও উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

এর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে আগাম ভোটের সংখ্যা—যুক্তরাষ্ট্রের সময় রোববার সন্ধ্যা পর্যন্ত ২৭ দশমিক ৯৭ মিলিয়ন নাগরিক হয় ডাকযোগে ব্যালট সংগ্রহ করেছেন অথবা ইতিমধ্যে সশরীর ভোট দিয়েছেন। ২০১৬ সালে নির্বাচনের ১৬ দিন আগে এ ধরনের ভোটের সংখ্যা ছিল মাত্র ৫ দশমিক ৯ মিলিয়ন। এসব থেকে মনে হচ্ছে, ভোটারদের অংশগ্রহণের বিবেচনায় যুক্তরাষ্ট্রে একটি অভূতপূর্ব নির্বাচন হতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও