তীব্র বায়ু দূষণে অন্ধকারে নয়াদিল্লি
আবারো তীব্র বায়ু দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। করোনার সঙ্গে বায়ু দূষণ সঙ্গী হওয়ায় নাকাল নগর জীবন। বিশেষ করে ফুসফুসের সমস্যায় ভোগা বয়স্কদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নয়াদিল্লির চিত্র দেখে বোঝার উপায় নেই এখন সকাল না বিকেল। শীত না এলেও এ যেন কুয়াশায় ঢেকে দিয়েছে রাজধানীকে। বছর ঘুরে নয়াদিল্লিজুড়ে আবারো তীব্র বায়ু দূষণেই এ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।