আন্তর্জাতিকভাবে সুপরিচিত সাহিত্য ও শিল্প উত্সব ‘হে ফেস্টিভ্যাল’ এর পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের এক সদস্যের বিরুদ্ধে তাদের একজন নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ এনে এই ঘটনাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করা হয়েছে। হে উত্সবের সভাপতি ক্যারোলাইন মিশেল বলেছেন, শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান দেশটির সহিষ্ণুতা বিষয়ক মন্ত্রীর পদে যতদিন থাকছেন,
ততদিন তারা আবুধাবিতে এই উত্সবের আয়োজন করা থেকে বিরত থাকবেন। তাদের কর্মী কেইটলিন ম্যাকনামারা দাবি করেছেন, শেখ নাহিয়ান চলতি বছরের শুরুর দিকে তার ওপর যৌন হামলা চালান এবং তিনি এ জন্য আইনি পদক্ষেপ নিচ্ছেন। তবে যৌন হয়রানির এই অভিযোগ অস্বীকার করেছেন ৬৯ বছর বয়সী নাহিয়ান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.