![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F3d700ca8-7de7-498b-8e55-f0e707df2ae6%252Fmar.jpg%3Frect%3D0%252C0%252C1024%252C538%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মার্সেলো নামলেই হারে রিয়াল মাদ্রিদ
মার্সেলোকে নিয়ে ভীষণ বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। দিনকে দিন যেন কোচ জিনেদিন জিদানের গলার কাঁটা হয়ে উঠেছেন ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফটব্যাক। সেরা সময়টা ফেলে এসেছেন মার্সেলো। চোটের কারণে ক্যারিয়ারটাও এলোমেলো হয়ে পড়েছে।
গত বছরের মার্চে জিদান দ্বিতীয় দফা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর লিগে ৫৪টি ম্যাচ খেলেছে রিয়াল, এর ৮টিতে হেরেছে। ওই ৮ ম্যাচের প্রতিটিতেই একাদশে ছিলেন মার্সেলো।