![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Nautch-girls-2010191506.jpg)
ঔপনিবেশিক ভারতে নারীদের যৌনাঙ্গ পরীক্ষায় হয়েছিল আইন
১৮৬৮ সালের কথা। ব্রিটিশ শাসিত ভারতের কলকাতা শহরে সুখীমণি রাউর নামে এক নারীর কারাদণ্ড হয়েছিল। তার অপরাধ ছিল তিনি তার যৌনাঙ্গ পরীক্ষা করাতে অস্বীকার করেছিলেন।
সে সময় নিবন্ধিত যৌনকর্মীদের জন্য বাধ্যতামূলক একটি আইন ছিল যে তার যৌনাঙ্গ পরীক্ষা করাতে হবে। সুখীমণি সেই আইন লঙ্ঘন করে তার দাবি ছিল- তিনি যৌনকর্মী নন।