![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F4eca3194-9690-4e70-b5be-9c4fd661d9bd%252F1225a82f-b77d-4dc4-82d3-31278298cd82.jpg%3Frect%3D0%252C0%252C1280%252C672%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মিরপুরে জমজমাট ‘ইয়াবার বাজার’
মিরপুর ১০ নম্বর থেকে কিছুটা এগোলে হাতের ডানদিকে চওড়া রাস্তা। স্থানীয়ভাবে ক্যাম্পের গলি নামে পরিচিত। রাস্তার দুই পাশে কুড়ি-পঁচিশেক সুদৃশ্য বহুতল ভবন পেরিয়ে একটা ফটক। ফটকের একপাশে বাঙালি, অন্যপাশে বিহারিরা। প্রতি সন্ধ্যায় এই ফটকের দুই পাশে জমে ওঠে মাদকের বাজার।
গত বুধবার রাত ৮টার দিকে সেখানে গিয়ে ফটকের দুই পাশ থেকেই এই ‘বাজার’ দেখা গেল। মিরপুরের বিভিন্ন এলাকা থেকে একের পর এক ফাঁকা রিকশা, সিএনজি চালিত অটো রিকশা, ব্যক্তিগত গাড়ি এসে চওড়া রাস্তার ওপরে সারি বেঁধে দাঁড়াচ্ছিল।