![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F1759e406-3684-4f3f-a035-b9cd41db1202%252Fdanielcraig_offical_95501530_597551064193553_3577573972047271832_n.jpg%3Frect%3D0%252C64%252C992%252C521%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
রাস্তায় ঢাললেন অর্ধকোটি টাকার কোমল পানীয়
প্রথম আলো
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১৫:২৮
কথা হলো, এত কোমল পানীয় দিয়ে তাঁরা কী করেছেন? খেয়েছেন, না গোসল করেছেন? সঠিক উত্তর কোনোটাই নয়। ইতালির পিচঢালা রাস্তায় তাঁরা এসব ঢেলেছেন। এরপর রাস্তা যথেষ্ট পিচ্ছিল হলে সেখানে মোটরবাইক নিয়ে চলেছে ধুন্ধুমার অ্যাকশন।
- ট্যাগ:
- বিনোদন
- কোমল পানীয়
- শুটিং