![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F3e3c9eae-66d6-4a49-a9a3-081271f6d9fe%252Flipstick_effect_in_economy.jpg%3Frect%3D0%252C0%252C1594%252C837%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
করোনায় লেপ্টে গেছে ‘লিপস্টিক ইফেক্ট’
গল্পটা ৯/১১ বা টুইন টাওয়ার হামলার পরের কথা। আমেরিকায় চলছে মন্দা, কমে গেছে সব পণ্যের বিক্রি। এর মধ্যে বিখ্যাত প্রসাধন কোম্পানি এস্টি লাউডারের চেয়ারম্যান লিওনার্দ লাউডার ঘোষণা দিলেন, এই মন্দা কিচ্ছুটি করতে পারেনি তাঁর লিপস্টিক ব্যবসায়। বরং মন্দায় তাঁর দামি লিপস্টিক বিক্রি আরও বেড়েছে।
এখন ঘটনা হচ্ছে, এস্টি লাউডার কোনো যেনতেন ব্র্যান্ড নয়। তাদের একেকটি লিপস্টিকের দামই পেল্লাই। সবচেয়ে যেটার কম দাম, সেটার দামও ২০০১ সালে ছিল ১২ ডলার। সাধারণ লিপস্টিক পাওয়া যায় দুই ডলারেই।