চাকরি দেওয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন বাউফল প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২০, ১১:০০

চাকরি দেওয়া নামে প্রতারণার মাধ্যমে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) মো. আবদুল জব্বার আকনের বিরুদ্ধে। উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মো. আবদুল খালেক হাওলাদারের মেয়ে মোসা. রুমানা বেগম (২৯) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জনা গেছে, জব্বার আকন নামের ওই তহশিলদার ভূমি অফিসে পিয়ন পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রুমানার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। পূর্ব পরিচিত হওয়ায় রুমানা চাকরির আবেদন ফরম পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ নগদ ৫ লাখ টাকা জব্বারের কাছে জমা দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও