হাথরসেও বদলায়নি উত্তরপ্রদেশ! কানপুরে গানপয়েন্টে ধর্ষণ দলিত যুবতীকে
হাথরসের দলিত তরুণীর গণধর্ষণ-খুনের ঘটনায় এমনিতে বিব্রত যোগী প্রশাসন। সেই উত্তেজনা থিতু হওয়ার আগে ফের গণধর্ষণ দলিত যুবতীকে। উত্তরপ্রদেশের কানপুর দেহত জেলায় বন্দুকের নল গায়ে ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল বছর বাইশের এক যুবতীকে। দুই অভিযুক্তের একজন আবার প্রাক্তন গ্রাম প্রধান। কানপুর দেহতের পুলিশ সুপার কেশব কুমার চৌধুরী জানান, এক সপ্তাহ আগেই ঘটনাটি ঘটেছে। যদিও, থানায় গণধর্ষণের রিপোর্ট হয়েছে রবিবার (১৮ অক্টোবর)।
নির্যাতিতা দলিত যুবতীর মা-বাবা রবিবার পুলিশের কাছে লিখিত ভাবে মেয়েকে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ঘটনার সময় তিনি বা তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। মেয়ে ঘরে একাই ছিল। সেই সুযোগ এক সঙ্গীকে নিয়ে বাড়িতে চড়াও হয় প্রাক্তন গ্রাম প্রধান। মেয়ের গায়ে বন্দুকের নল ঠেকিয়ে, একে একে দু'জনে ধর্ষণ করে। যাওয়ার আগে তারা শাসিয়েও যায়। ঘটনার কথা পাঁচ কান করলে, ফল ভালো হবে না। মুখ খুললে, প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।