অসচেতন জনতা, ১৫ জেলায় ‘বিপদসঙ্কেত’ দেখছে স্বাস্থ্য দফতর
প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যায় বাড়বাড়ন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবুও নির্বিকার পুজো উন্মাদনায় বিভোর ‘অসচেতন’ জনতা। চিকিৎসকদের আশঙ্কা যে অমূলক নয় তা জানান দিল স্বাস্থ্য ভবনের অভ্যন্তরীণ রিপোর্ট। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বঙ্গে নমুনা পরীক্ষার তুলনায় করোনা সংক্রমণ বৃদ্ধির হারের (কেস পজ়িটিভিটি রেট) নিরিখে ২৩টি জেলার মধ্যে ১৫টি জেলায় ‘বিপদসঙ্কেত’ দেখছেন স্বাস্থ্য দফতরের কর্তাব্যক্তিরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রতিটি জেলায় সংক্রমণ বৃদ্ধি, মৃত্যুহার, নমুনা পরীক্ষার চিত্র, অ্যাক্টিভ কেস কত, সুস্থতার হার কী— সেই সংক্রান্ত একটি সাপ্তাহিক রিপোর্ট জেলা প্রশাসনিক কর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ করা হয়। পুজোর চারদিন আগে শনিবার প্রকাশিত রিপোর্টে কেস পজ়িটিভিটি হারের মাপকাঠিতে রাজ্যের ১৫টি জেলার নামের নীচে লালকালির দাগ পড়েছে। করোনায় মৃত্যুর হার বৃদ্ধি পর্যালোচনা করে আটটি জেলার পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন।