কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফিরতি টিকেট ছাড়া ঢোকা যাবে না দুবাই

আরটিভি সংযুক্ত আরব আমিরাত প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ২২:০০

দুবাই ঢুকতে অবশ্যই পর্যটকদের সঙ্গে ফিরতি টিকেট থাকতে হবে। নইলে সেদেশের ভেতর ঢোকার অনুমতি দেয়া হবে না। বিমানবন্দরেই আটকে দেওয়া হবে৷ এমন নতুন নিয়ম করেছে সেখানকার সরকার।

গেলো ১৫ অক্টোবর এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যাত্রীরা যারা ট্যুরিস্ট ভিসায় দুবাইয়ে যাচ্ছেন, তাদের কাছে ফিরতি ফ্লাইটের টিকিট না থাকলে তাদের সেদেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না৷ আর এটা সংশ্লিষ্ট বিমানসংস্থারই দায়িত্ব থাকবে। রিটার্ন টিকিট না নিয়ে এলে ওই এয়ারলাইন্সের দায়িত্ব থাকবে তাকে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা।

এদিকে নতুন নিয়ম সম্পর্কে না জানা থাকায় তিন শতাধিক যাত্রী আটকে আছেন দুবাই বিমানবন্দরে। তাদের কাছে ফিরতি টিকিট না থাকায় দুবাইতে ঢুকতে দেওয়া হয়নি৷ অধিকাংশই ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের যাত্রী বলে জানা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও