কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সেকেলে’ নীতিমালা ছাঁটাই করতে এআই ব্যবহারে যুক্তরাষ্ট্র

বিডি নিউজ ২৪ হোয়াইট হাউজ, ওয়াশিংটন প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ২২:০২

হাজার হাজার পাতার নীতিমালার মধ্য থেকে সেকেলে, অপ্রচলিত এবং বেমানান নীতিগুলো ছেঁটে ফেলতে কেন্দ্রীয় সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করবে বলে জানিয়েছে হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট (ওএমবি)। ২০১৯ সালের একটি পাইলট প্রকল্পে ইতোমধ্যেই ‘মেশিন লার্নিং’ এবং ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রোসেসিং’ ব্যবহার করেছে দেশটির ‘জনস্বাস্থ্য এবং মানবসেবা’ বিভাগ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, পরীক্ষামূলক ব্যবহারে শত শত প্রযুক্তিগত ত্রুটি এবং পুরানো নীতি বের হয়েছে। এর মধ্যে ফ্যাক্সের মাধ্যমে উপকরণ জমা দেওয়া সংক্রান্ত নীতিও ছিলো।

ওএমবি জানিয়েছে, এআই ব্যবহার করে নীতিমালা আপডেট করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে উৎসাহ দেওয়া হয়েছে। এরই মধ্যে কিছু সংস্থা এআই ব্যবহার করতে রাজিও হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও