বাংলাদেশ ব্যাংকের চুরির বাকি অর্থ পেতে ফিলিপাইনের সহযোগিতা কামনা
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি যাওয়া বাকি অর্থ ফেরত পেতে ফিলিপাইনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত ভিসেন্তে ভিভেনসিও টি বানদিল্লো পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এলে এই সহযোগিতা চান মন্ত্রী। জবাবে ফিলিপাইনের বিদায়ী রাষ্ট্রদূত বাকি অর্থ ফেরত পেতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।
২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার চুরি করে ফিলিপাইনে পাচার করা হয়। আর এ কাজটি করেছে চীনভিত্তিক একটি হ্যাকার দল। পরবর্তীতে বাংলাদেশ সরকারের তৎপরতা আর ফিলিপাইন সরকারের সহযোগিতায় এ নিয়ে ১৫ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পাওয়া গেছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে