চীনকে বার্তা দিতে আরব সাগরে ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষা
শব্দের চেয়েও দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের সফল পরীক্ষা চালালো ভারত। আরব সাগরে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিলে মূলত চীনকে কড়া বার্তা দিলো দেশটি। খবর ভারতীয় দৈনিক আনন্দবাজারের।
ভারতের প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থা জানিয়েছে, আরব সাগরে নৌবাহিনীর স্টেলথ ডেস্ট্রয়ার আইএন এস চেন্নাই থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শব্দের চেয়ে তিনগুন গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার। কখনও কখনও তা ৪০০ কিলোমিটার পর্যন্ত করা যায়। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এ ক্ষেপণাস্ত্রের পৃথক তিনটি সংস্করণ রয়েছে।