সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন
চির নিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মোশাররফ হোসেন।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মরহুমের নিজ গ্রাম মুক্তাগাছার কান্দিগাওয়ের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, বাদ জোহর ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস রোডস্থ মরহুমের নিজ বাসভবনের সামনে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তবে আঞ্জুমান ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা হওয়ার কথা থাকলেও পুলিশি বাঁধায় সেখানে জানাজা পড়তে দেওয়া হয়নি বলে জানিয়েছে দলটির একাধিক নেতা।
প্রথম জানাজায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ওয়ারেস আলী মামুন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, বিএনপি নেতা অধ্যাপক শফিকুল ইসলাম, আবু ওয়াহাব আকন্দ, ডা. মাহবুবুর রহমান লিটন, আলমগীর মাহমুদ আলম, অধ্যাপক শেখ আমজাদ আলী, মোতাহার হোসেন তালুকদার, অ্যাড. নূরুল হক, জেলা জাতীয় পার্টির নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির অঙ্গ-সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.