মালয়েশিয়ার রাজনীতির মাঠে চলছে ক্ষমতা দখলের লড়াই
দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্ষমতাধর মুসলিম রাষ্ট্র মালয়েশিয়া। দেশটির রাজনীতির মাঠে উত্তাপ বইছে। এ উত্তাপে চলছে ক্ষমতা দখলের অব্যাহত লড়াই। আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা. তুন মাহাথিরকে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা দিয়েছে, তারই হাতেগড়া নতুন রাজনৈতিকদল পেজুয়াং।
আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত ‘দেশ বাঁচাতে’ তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। মহাথির মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত করতে প্রার্থী হিসেবে কাউকে বা কোনও বিশেষ ব্যক্তিকে সমর্থন দেওয়া অস্বীকার করার কয়েকদিন পরে এই সিদ্ধান্ত আসে।মাহাথিরের রাজনৈতিক সম্পাদক আবু বকর ইয়াহিয়া এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘দলের সদস্যরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে দেশকে বাঁচাতে চাইলে আগামী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীকে প্রতিস্থাপন করার জন্য মাহাথির তাদের প্রধানমন্ত্রী প্রার্থী।’