রায়হান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করলে সিলেটে হরতাল
সিলেটে নগরের বন্দরবাজার ফাঁড়িতে ‘পুলিশের নির্যাতনে’ মারা যাওয়া রায়হান আহমদ হত্যায় জড়িতদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে হরতাল সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হয়েছে।
দুপরে নিহত রায়হান আহমদের পরিবার ও বৃহত্তর আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
একইসঙ্গে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ছয় দফা দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে নিহত রায়হানের মা সালমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই শওকত। দাবিগুলি হলো রায়হান হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, রায়হান হত্যায় জড়িত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার, পলাতক এসআই আকবর ভূঁইয়াকে গ্রেপ্তারে আইজিপির নির্দেশ কামনা, পুলিশ কমিশনারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বক্তব্য, নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানে প্রধানমন্ত্রীর কাছে আবেদন এবং ৭২ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার না করলে হরতাল-সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলন। পুলিশের দাবি ছিনতাইকালে রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।রায়হানের বিরুদ্ধে মামলা আছে কিনা এ বিষয়ে প্রশ্ন কর লে উত্তরে পরিবার জানায় রায়হানের বিরুদ্ধে কোনও মামলা নেই সে ভালো ছেলে।