You have reached your daily news limit

Please log in to continue


মেরে ফেললে ফেলুক, কাফনের কাপড় পরে প্রস্তুত আছি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদারের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বর সংলগ্ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, নির্বাচন থেকে বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদারকে দূরে রাখতে সন্ত্রাস ও নৈরাজ্য চালাচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মী, সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ভোট ডাকাতির নীলনকশা বাস্তবায়ন করতে শনিবার বিকেলে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন