বহুতল ইমারত নির্মাণের পসরা এখন সবখানে। সেই সঙ্গে বাড়ছে নির্মাণশ্রমিকদের জীবনের ঝুঁকি। প্রায় প্রতিদিনই নির্মাণশ্রমিকের নিহত আহত হওয়ার খবর আসে। সেসব খবরে থাকে নির্মাণাধীন কোনো স্থাপনার ছাদ ধসে পড়ে কারও মৃত্যুর খবর, কেউবা প্রাণ হারান অনেক উঁচুতে ঝুলন্ত অবস্থায় কোনো সেফটি গার্ড না থাকার কারণে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায়, কিংবা নিচ থেকে মালামাল দড়ি দিয়ে বেঁধে ওপরে তুলতে গিয়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে। তা ছাড়া ফুটপাত দিয়ে হাঁটার সময় হঠাৎ ওপর থেকে পাথর কিংবা ইটের টুকরো অথবা লোহার রড মাথার ওপর পড়ে প্রাণ হারানোর খবর নতুন কিছু নয়।
খোদ ঢাকা শহরে গত সেপ্টেম্বর মাসে ১৭ দিনের ব্যবধানে ছয়জন নির্মাণশ্রমিক বহুতল ভবন থেকে পড়ে লাশ হয়ে গেছেন। রাজধানীর ভাটারা এলাকার প্রথম ঘটনা সম্পর্কে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ সংবাদকর্মীদের জানান, আসাদুল ও তাঁর চাচাতো ভাই খায়রুল একটি নির্মাণাধীন ভবনের নবম তলায় কাজ করছিলেন। সেখান থেকে দুর্ভাগ্যক্রমে পড়ে গেলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। অন্যদিকে নজরুল নাকি মালিবাগ এলাকায় কোনো এক পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁকেও ঢামেক হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.