কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষ পর্যন্ত গানদুটি আর হল না: শেখ রানা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৬:৫৭

তাকে শুধু বলা যাবে না, এলআরবি’র এবি, বা ব্যান্ড সম্রাজ্যের রাজকুমার, তিনি বাংলাদেশের, বাংলা ভাষার ‘গিটার উইজার্ড’, তিনি কিংবদন্তী- আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চুর প্রয়াণের দিনে তাকে স্মরণ করলেন গীতিকবি শেখ রানা সাত সমুদ্র তের নদীর ওপার থেকে।

গ্লিটজের পাঠকের জন্য থাকছে তার নিজ বয়ানে আইয়ুব বাচ্চুর প্রতি ভালোবাসার প্রকাশ।

(১)

সোলস, রেনেসাঁ, ফিড ব্যাক সহ তাবৎ ব্যান্ডের গান গোগ্রাসে গলাধঃকরণ করি তখন।

নব্বই শুরু হয় হয়। একটা পালাবদল চারিদিকে। রাজনীতি, সমাজ অথবা ব্যক্তিগত মননে।

নব্বই শুরু হয়ে গেল তারপর। একটা নতুন ব্যান্ড এল। খুব সাধাসিধে প্রচ্ছদে। কিন্তু খুব নতুনত্ব নিয়ে। কারণ এর আগে ডাবল অ্যালবাম কেউ প্রকাশ করেনি। একসঙ্গে চব্বিশ গান! পত্রিকা মারফত বিনোদনের সব খবর জানা হয়ে যেত ততদিনে। হাইকোর্ট থেকে হাঁটা দূরত্ব পল্টন। একদিন সকাল, ছুটির দিন। ক্যাসেট কিনে আনি। ব্যান্ডের নাম এলআরবি। সাদা কালো দিন। প্রচ্ছদ-ও সাদা-কালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও