৫৩৪ কেজি মা ইলিশ জব্দ, গ্রেফতার ১৪৫
মা-ইলিশ সংরক্ষণের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় ৩৬ জেলার ১০০টি থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে নৌপুলিশ। অভিযানে ২৬ লাখ ৭১ হাজার ৯৫০ মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল এবং ৫৩৪ কেজি মা-ইলিশ জব্দ করেছে নৌপুলিশ। এ ঘটনায় ১৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দুপুরে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, ঢাকা অঞ্চলের ৯টি নৌফাঁড়ি, ফরিদপুর অঞ্চলের ৪টি নৌথানা ও নৌফাঁড়ি, টাঙ্গাইল অঞ্চলের তিনটি, রাজশাহী অঞ্চলের চারটি, কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব নৌ ফাঁড়িতে, বরিশাল অঞ্চলের ১৩টি নৌফাঁড়ি, খুলনা অঞ্চলের ছয় নৌফাঁড়ি, চাঁদপুর অঞ্চলের ১০ নৌফাঁড়ি এবং চট্টগ্রাম অঞ্চলের দুটি নৌফাঁড়ি এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৮ কোটি ২৭ লাখ টাকা। জব্দকৃত মাছের মূল্য প্রায় ২ লাখ ৬৭ হাজার টাকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে