You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষণ বিরোধী লং মার্চে হামলায় মহিলা পরিষদের উদ্বেগ

ধর্ষণ বিরোধী লং মার্চে হামলার ঘটনায় তীব্র, নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম মালেকা বানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারলাম, ধর্ষণ-নিপীড়ন বন্ধ ও বিচারের দাবিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আয়োজনে রাজধানীর শাহবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ অভিমুখী লং মার্চে অংশগ্রহণকারীরা ফেনীতে হামলার শিকার হন। এই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। যখন পুলিশসহ সকল সামাজিক সংগঠন ধর্ষণের বিরুদ্ধে কর্মসূচি গ্রহণ করছে তখন এই ধরনের ঘটনা সকলকে প্রশ্নবিদ্ধ করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন