ফুটপাতে ব্যবসা করা কি হারাম?
মানুষের চলাচলের রাস্তা কিংবা রাস্তার দুই পাশে তথা (footpath) ফুটপাতে দোকান বসিয়ে বা ব্যবসার সামগ্রী নিয়ে অনেকেই কেনা-বেচা করে থাকেন। এভাবে রাস্তার দুই পাশে তথা ফুটপাতে বসে ব্যবসা করা কি বৈধ না কি হারাম?
মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য রাস্তা বা পথ ব্যবহৃত হয়। এ রাস্তা পথের দুই পাশে বসে অনেকেই ব্যবসা-বাণিজ্য করে থাকেন। যাদের অনেকেরই ঘর ভাড়া দিয়ে ব্যবসা করার অবস্থা থাকে না। তাদের জন্য ফুটপাতে বা রাস্তার দুইধারে বসে ব্যবসা করা যাবে কিনা। আর তা করলেও তা বৈধ হবে কিনা?
হ্যাঁ’ রাস্তার দুই পাশে বা ফুটপাতে বসে ব্যবসা বা বেচা-কেনা করা যাবে। তবে এ জন্য ইসলামিক স্কলাররা দুইটি শর্তের কথা তুলে ধরেছেন। তাহলো-
>> প্রথমত : পথচারির চলাচলে বিঘ্ন না ঘটানো
রাস্তার দুই পাশের ফুটপাতে বেচা-কেনা করা জায়েজ। এর জন্য প্রথম শর্ত হলো- ফুটপাতের এ ব্যবসা বাণিজ্য যাতে পথচারি বা যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে। যদি মানুষের চলাচল ও যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে, তবে ফুটপাতে বাসে ব্যবসা-বাণিজ্য করা বৈধ।
তবে এমনটি করা যাবে না যে, ব্যবসার সামগ্রী বা মালামাল দিয়ে চলাচলের রাস্তা দখল হয়ে যায়। যার ফলে পথচারির চলাচলের অসুবিধা হয় কিংবা পথ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় দেখা যায়, ফুটপাতে ব্যবসা-বাণিজ্য করতে বসে মাল-সামগ্রী দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়।
আবার দেখা যায়, রাস্তার পাশে দোকানঘর। দোকানের মালামাল দিয়ে সামনে থাকা রাস্তা প্রায় পুরোটাই দখল করে ফেলা হয়। মনে হয় যেন, এটি দোকানের মালিকের নিজস্ব সম্পত্তি! এসব ক্ষেত্রে ফুটপাতে বা রাস্তার পাশে বসে ব্যবসা-বাণিজ্য করা বৈধ নয়।