জীবন জুড়ে শুধু মানুষই জমিয়েছিলেন আইয়ুব বাচ্চু!
ডেইলি স্টার
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২০, ১৪:০৮
এক জীবনে শুধু মানুষই জমিয়েছিলেন আইয়ুব বাচ্চু। সেই মানুষদের দেখা পাওয়া গিয়েছিল ২০১৮ সালের ১৮ অক্টোবর। যেদিন তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছিলেন ওপারে।
দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেলো তার চলে যাওয়ার। তার মৃত্যুর দিন অসংখ্য মানুষ ছুটে এসেছিলেন হাসপাতালের সামনে। শহীদ মিনার ভরে গিয়েছিল মানুষে। শোকে চুপচাপ ছিল চারদিক।
আজ আইয়ুব বাচ্চুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ২৭২টি গান সরকারি ব্যবস্থাপনায় সংরক্ষণ করার পাশাপাশি শিল্পীর নামে ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট করা হচ্ছে। তিনি প্রথম কোনো বাংলাদেশি শিল্পী যার নামে এমন উদ্যোগ নিয়েছে সরকার।
১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু।